প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
"নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ফি জমার সময়সীমা ঘোষণা

" নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারি, (২০২৬) সালের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের সনদ নবায়ন ফি এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিভিন্ন তহবিলের নির্ধারিত ফি আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য বিজ্ঞ আইনজীবীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে বার কাউন্সিল সনদ নবায়ন ফি এবং সমিতির অন্যান্য ফান্ডের ফি পরিশোধ করা আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো ফি পরিশোধ না করলে সনদ নবায়নসহ বিভিন্ন দাপ্তরিক ও পেশাগত কার্যক্রমে জটিলতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান জানান, বাংলাদেশ বার কাউন্সিলের বিধি অনুযায়ী প্রতিবছর নির্ধারিত সময়ের মধ্যে সনদ নবায়ন ফি জমা দেওয়া বাধ্যতামূলক। একইসঙ্গে আইনজীবী সমিতির কল্যাণ তহবিল, উন্নয়ন তহবিলসহ অন্যান্য ফান্ডের অর্থ সমিতির সার্বিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, "নির্ধারিত সময়ের পরে ফি পরিশোধ করতে গেলে অতিরিক্ত জরিমানা বা প্রশাসনিক জটিলতার সম্মুখীন হতে হতে পারে। এতে একজন আইনজীবীর পেশাগত স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকল বিজ্ঞ আইনজীবীকে সময়সীমার প্রতি বিশেষভাবে সচেতন থাকার এবং নির্ধারিত তারিখের মধ্যে ফি জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি।"
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইনজীবীদের স্বার্থ রক্ষা ও সমিতির নিয়মিত কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য সময়মতো ফি পরিশোধ অত্যন্ত জরুরি। নির্ধারিত সময়সীমার মধ্যে ফি জমা দিয়ে সংশ্লিষ্ট সকল আইনজীবীকে সহযোগিতা করার জন্য সমিতির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সকল ফি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্ধারিত অফিসে জমা দেওয়া যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট